কবিতাঃ ‘অনুপস্থিতির শোক’
অনুপস্থিতির শোক
তনিমা ইসলাম তন্নি
কবিতাতেই আমি বলবো কথা,
কবিতাতে ব্যক্ত হোক,
আমার সমস্ত টা জুড়ে সকল না বলা ব্যাথা।
ঠোঁট জুগলে পড়াবো শিকল,
দর্শ্যিপনা আমার আমি,
মনে প্রানে হতে চাই সরল।
কবিতাতেই লুকানো থাক
আমার এলো-মেলো পরিণতি,
মনের মধ্য বেঁচে থাকা ভালোবাসার অনুভূতি।
কবিতাতেই বসত হোক আমার,
একটা নিঝঞ্ঝাট শহর, স্মৃতি কাতরে প্রহর।
আমার পোড়ে যাওয়া জ্বালাময়ী মন,
নতুন করে ভূলে যাই,
আমার হারিয়ে যাওয়া অতীতের সেই সন।
আমার আবার,
কবিতাতে নতুন করে জন্ম হোক,
ছেড়ে-ছুড়ে সঙ্গী হোক,
আমার খাঁটি সোনার মাটি,
মিতালি হোক সাদা কাফনে,
দৃষ্টি নন্দন ছেড়ে সৃষ্টি হোক,
হোক অনন্ত অসীমের জীবন।
কবিতাতেই রক্ত ঝরুক
আমার ফেলে আসা দিনের,
কবিতাতেই মৃত্যু হোক আমার ভালোবাসার ঋণের।
কবর হোক অগোছালো জীবনের,
সকল এক গেয়েমি নিয়মের।
কবিতাতেই হারিয়ে যাক বৃষ্টিবিলাস জীবন,
নির্মমতায় জর্জরিত বাস্তবময় ক্ষন।
কথা না হোক ধনেশ পাখির সাথে,
চলা না হোক নতুন আলোর পথে।
শ্বেত পাথরে হয়ে যাক চার দেয়ালের গড়ন,
এ-মনের আরো একবার হোক মরন।
আমি হই অন্য জগতের লোক,
নতুন বাসিন্দাদের সাথে আমার,
নতুন বসত হোক।
সমাপ্তিতে কবিতারো অনুভূতি হোক,
আমার অনুপস্থিতির শোক।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান