জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিওনের ফুলতলার বিরইনতলা গ্রামের ওয়াহিদ আলী (৫০) ও সাগরনাল ইউনিয়নের পাতিলা সাঙ্গন গ্রামের হুসাইন আহমদ (১৪) বিদ্যুৎস্পষ্টে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রোববার (১৬ ই আগষ্ট) ওয়াহিদ আলী বিরইতলা গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি টিনসেডের বেড়ার ঘরে সংস্কারকাজ করাকালীন মুহূর্তে তিনি বিদুৎস্পৃষ্ট হন এবং হুসাইন আহমদ বিকাল সাড়ে ৫ টার দিকে সাগরনাল ইউনিয়নে বৈদ্যুতিক তার পানিতে সংযোগ থাকায় সেখানেই সে মারা যায়।
এলাকাবাসীর অভিযোগ, ২ টি ঘটনায় পিডিবির অসাবধানতা ও রক্ষণাবেক্ষণ না করার কারনে ২টি মানুষ চোখের সামনে মারা গেল।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন,২ টি ঘটনার রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (জুড়ী) আনসারুল কবির শামীম জানান, বৈদ্যুতিক তার যে পানিতে পড়ে গেছে এটা কেউ অভিযোগ দেয়নি যদি আমরা জানতাম সাথে সাথেই মেরামত করতাম।
এশিয়াবিডি/কেকে/মারুফ