পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা

নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী কানাইঘাট পৌরসভা নির্বাচনের তফসীল আগামী মাসে (অক্টোবরে) এবং ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এর প্রেক্ষিতেই পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা শুরু করে দিয়েছেন তাদের নির্বাচনী তৎপরতা। সরকারী দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মেয়র নিজাম উদ্দিন আল মিজান, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানোরাগী অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ক্রীড়া সংগঠক মাসুক আহমদ। এছাড়া বিএনপির সম্ভাব্য প্রার্থী হচ্ছেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর শরিফুল হক। তাছাড়া জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হচ্ছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রার্থী বাবুল আহমদ।

এছাড়া সম্ভাব্য সতন্ত্র প্রার্থী তালিকায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেয়র প্রার্থী সুহেল আমীন, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ উদ্দিন, কুয়েত প্রবাসী কাওছার আহমেদ প্রমূখ। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের উপজেলা কানাইঘাট। সিলেট জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার। সীমান্তবর্তী এ উপজেলা সদরকে ২০০৫ সালের ২৫ অক্টোবর পৌরসভায় উন্নীত করা হয়।
এ পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। পরবর্তীতে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলে প্রথম মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান। পৌরসভা গঠনের সময় উপজেলা সদরের ২৩টি মৌজার ৩১টি গ্রাম নিয়ে এ পৌরসভা গঠিত হয়।

বর্তমানে ৯টি ওর্য়াডে এ পৌরসভায় লোকসংখ্যা প্রায় ২২ হাজার ১ শত ৮৪ জন। এছাড়া ৪৬৭৩.৯৫ একর আয়তনের এ পৌরসভায় বর্তমান ভোটার প্রায় ১৫ হাজার ৭ শত ৯৩ জন। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ সহ হোটেল-রেস্তোরায় উপস্থিত হয়ে ভোটারদের সাথে তাদের নির্বাচনী আগাম প্রচার-প্রচারনা ও মতবিনিময় সহ কুশল বিনিময় করছেন।

এশিয়াবিডি/কেকে/আলিম
আরও সংবাদ