কবিতাঃ তোমার পথের দ্বারে
তোমার পথের দ্বারে
মো. জিয়াউল হক
তোমার পথের দ্বারে লুটিয়ে পড়েছে কাশফুল,
জেনে গেছি আলগোছে নিভৃতে কে এসেছে,
শিউলি হাসনাহেনা কামিনীর গন্ধে মৌ মৌ
শরত নেচে খেলা করছে মেঘের আধারে সূর্যের কিরণে।
যেখানে যাই সেখানেই তার ছোঁয়া পাই,
নদীর জলে খেলা করছে নেতিয়ে পড়া কাশফুল
অভাবী মাঝির মন বায় না বৈঠা
যেন জলের নান্দনিক ব্যাঞ্জনা,
ষোলবতী মেঘের মেয়ে হাসে
যেন মোহন রঞ্জনা।
শরত যেন সেই পুরোনো আধুলি পয়সার প্রেম
সে প্রেম ধরা দেয়
কচি ধানের গাছের পাতায় শিশিরে, মুক্তোর ঝিলিকে,
হাসির ফোয়ারা বয়ে যাওয়া কৃষকের বলিষ্ঠ ঠোঁটে।
সই পেতেছি সেই কবে, শরতের সাথে।
নিভৃত পায়চারিতে পূর্ণিমার রাতে হই না ভীতু
প্রতিবারে বুক পকেটে গন্ধ মেখে যায় প্রাণের ঋতু।
নিশ্চয় আমি কবি লিখে যাই সব ঋতুর রচনা
এমন বহুগামী স্বভাব পুরুষ প্রেমের আয়না,
কিন্তু শরত প্রেম চাওয়া অযুত কোটি বায়না।
প্রেমের চিঠি পাঠিয়ে দিবো শরত শুভ্র মেঘের ভেলায়
আকাশও বুঝুক, হৃদয় ও খুজোক শরতের স্নিগ্ধ যাচনায়।
যাবার বেলায় এতটুকু অসীমে দাবি রেখেই যাই
শরত তুমি অমর হয়ে থাকো মেঘদূত কাব্যে
লুকিয়ে থাকো অরুণ আলোর অঞ্জলে
থাকবো না আমি, থাকবে প্রেমিক আত্না, বেঁচে থাকুক তোমার প্রাঞ্জলে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান