কবিতাঃ নিঃশব্দে তুমি
নিঃশব্দে তুমি
মোঃ জসিম উদ্দীন
নিঃশব্দে যদি তুমি ভালো থাকো
তবে শব্দহীন হবো আমি।
চুপকরে যদি থাকতে বলো তুমি
বলবো না,ভালোবাসি আমি।
যেই শব্দগুলো হারিয়ে গেছে, খুঁজে দেখব না আর
চাইলেই কি আবার ফিরা যাবে? বারবার-
ইচ্ছা করেই তবু, তুমার পিছনে ছুটি
জানি হবে না কোন মানে,অজানার টানে
চুপিচুপি এখনো তোমায় ভালোবাসি
নিঃশব্দে আজোও তুমারিতো আছি।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

