কবিতাঃ বেকার

বেকার

মোঃ জসিম উদ্দীন

একদিকে চিৎকার, একদিকে হাহাকার
নেই খাদ্য,খাদ্যের অভাব
এলো বন্যা নিলো সব,যা ছিলো বাবার
মহামারি করোনা, দিনমুজুরি ও নেইনা।

এতো দূভোর্গ, মনে দূর্যোগ
কতো স্বপ্ন হলো মিচে
কত গল্প,বদলে গেলো
প্রেমিকার হলো বিয়ে।

মিচে স্বপ্ন, মিচে মোহ
কেড়ে নিলো অবশেষ
বাঁচিবার তরে, বাঁচিয়া আছি
মরিবার ঠাই,সবিশেষ।

নেই বিচার,নেই কাজ
মামা চাচার বড় অভাব
এইতো শেষবার,বদলো নিবো স্বভাব।

তবু হায়! বেঁচে যায়! আশা রাখি বাঁচিবার
চাকরিটা হয়ে গেলেই আমি নয় আর বেকার।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ