দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত!

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ১১ টা ৪০ মিনিটে একেবারে হালকাভাবে ভূমিকম্প শুরু হয়ে বেশ কিছু সময় স্থায়ী থাকে। যদিও অনেকেই এ ভূকম্পন টের পায়নি।

জানাযায়, হঠাৎ করেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের অনেক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবাহওয়া অফিস সূত্রে জানা যায়, ভারতের মণিপুর রাজ্যে এই ভূমিকম্পের উৎপত্তি। উৎপত্তিস্থলে এর মাত্রা ৫.৪ ডিগ্রী।

প্রায়৩ /৪ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে এ সময় ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে।

এ সময় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। তবে সবশেষ খবর পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেটের মৌলভীবাজার জেলার তাসফিয়া রহমান জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে আমার ঘুম ভাঙে। প্রত্যেক বাসা থেকে মানুষ বের হতে দেখি।

এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন 

আরও সংবাদ