আনোয়ারায় ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) এর নির্দেশনায় সারা দেশের ন্যায় চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় ও ধর্ষণ আর নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা থানা পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সামাজের মান্যগন্য ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো পরিস্থিতিতে পুলিশ জনগণের পাশে ছিল, আছে, ভবিষ্যতে ও থাকবে। চোখের সামনে বা আড়ালে যদি কোনো অন্যায় অত্যাচার দেখা যায় তাহলে সবসময় ৯৯৯ আপনাদের সেবাই নিয়োজিত থাকবে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন,সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সারা দেশে একযোগে বিট পুলিশিং সমাবেশে আয়োজন করা হয়।আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন স্থানে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, দেশজুড়ে আজ বাংলাদেশ পুলিশের উদ্যোগে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এশিয়াবিডি/ জাহিদ/ এমকে

আরও সংবাদ