প্রেমে পড়লে যা হয়

প্রেমে পড়লে যা হয়

মো. জিয়াউল হক

কবে যেন ভালোবেসেছিলাম মানিক,
মনেআছে তোর?
মাসটা মনে আছে, বোশেখ,
তারিখটা মনে থাকলো কই?
যাকগে, এই তারিখ মনে থাকবে বৈশাখীর,
একেই তো বোশেখ মাস
আর দ্বিতীয়ত এই মাসের নামে তার নাম।
সেদিন বৈশাখীর সাথে সমুদ্রে হাঁটতে বের হলাম।
সময়টা রাত্রির শুরু।
লোকজনের বেশ আনাগোনা।
খুব কাছে না আসলে কেউ কাউকে চেনা যায় না।
আমরা কেবল হাটছিলাম একেবারে সমুদ্রের পানি ঘেষে।
মাঝে মাঝে আমাদের পা ভিজিয়ে উষ্ণতা দেয় সমুদ্রের পানি,
ঐ সময়টা মনে হয়েছিলো শুধু আমাদের দুজনের।
এতো লোকজনের সমাগম থেকেও যেন মানুষ নেই।
বুঝলি মানিক, প্রেমে পড়লে যা হয়।
জানিস মানিক,
প্রেমে পড়লে মানুষ
বাহিরের স্মৃতি নিয়ে আসে বেডরুমে,
অতীত দুঃখ হয়ে যায় ইতিহাস,
অথৈজলে টইটম্বুর আনন্দ যেন বুনোহাঁস।
বুঝলি মানিক,
এই যে বৈশাখী আমাকে বোকা বলে,
কেন বলে জানিস?
সে রাগলে আমি হাসি
সে ঠিক বললে আমি বলি “একদম ঠিক”
আসলে তার অনেক কথাতে আমার দ্বিমত
কিন্তু বলতে পারি না, একটা ভয় কাজ করে
অবহেলার ভয়, হারানোর ভয়
ঐ প্রেমে পড়লে যা হয়।
বুঝলি মানিক,
তোকে শেষ অনভূতি বলছি,
আমি ইদানীং বন্ধুহীন হয়ে উঠছি,
গোয়েন্দা স্বভাব চোখের চাহনিতে,
পোশাকে সময় ভারী নষ্ট,
কেন জানিস?
এই সবই বৈশাখী,
ঐ প্রেমে পড়লে যা হয়।

এশিয়াবিডি/ডেস্ক/কেকে 
আরও সংবাদ