মোঃ তোফায়েল হোসেন এর অণুকাব্য
একা
——-
এবার ফাগুনে,
দেব ঝাঁপ আগুনে!
একা একা- রাত
হয় না প্রভাত।
অতিরিক্ত
————-
সইতে আর পারিনা
এ কেমন বেদনা?
আমি নাকি অতিরিক্ত
মনে হয় তাই সে বিরক্ত!
নির্বিকার
————-
তার দেহের আগুন
আমারে জ্বালায় দ্বিগুন।
আমি পোড়ে ছারখার
তবু সে নির্বিকার!
অভিশাপ
————-
চাই তারে সকালে
সে আসে বিকালে।
আমার আসে জ্বর
সে বলে- তুই মর।
প্রশ্ন
—–
স্বপ্নে- তার ঠোঁট চুমি
করি আমি রক্ত বমি!
তারপর আরও কিছু চাই
দেয় না কেন- নাকি তার কাছে নাই?
এশিয়াবিডি/ডেস্ক/কামরান