কবিতাঃ ধিক্কার!

ধিক্কার!

এ. কে. এম. খাদেমুল বাশার

কঠিন, বড্ড কঠিন যাচ্ছে আজকাল প্রতিদিন
বেসামাল, চারপাশ জুড়ে হাহাকার
নানা টানাপোড়নে মানুষের অবস্থা
পিপাসার্ত অবস্থায় নোনা জল পান করার মত ।
বিশ্বের তাবৎ বিবেক আজ,
আফ্রিকার না খাওয়া রুগ্ন শিশুর কাছে লজ্জায় মুখ লুকতে চাচ্ছে-
আর –
নানা প্রান্তের উদ্বাস্তু, ভিখারি বৃদ্ধদের মুখের ভাঁজে ।
আফসোস হয় তাদের জন্য –
লজ্জাকে যারা আলোয় নিয়ে আসতে চায়
পবিত্রতাকে যারা উলঙ্গ করতে চায়-
উলঙ্গ নৃত্যে আজ, যারা পবিত্র নামকে পায়ে লুটায় ।
ধিক্কার তাদের, ব্যাঙ্গর ছলে হৃদয় থেকে যারা রক্ত ঝরায়-
ধিক্কার! ধিক্কার! এবং ধিক্কার! তোমাদের জন্য ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 
আরও সংবাদ