জুড়ীতে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের জুড়ীতে টিলা কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ নভেম্বর (মঙ্গলবার) উপজেলার পশ্চিম বড়ধামাই গ্রামেরআব্দুল্লাহ আল মামুন (৩০) কে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায়, টিলার মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ঐ ব্যক্তি কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। একই গ্রামের আতিকুর রহমান (৩৪) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে টিলার মাটি কেটে যাতায়াতের রাস্তা ভরাট ও চলাচলে বিঘ্ন ঘটানো এবং ভূমি দখলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম বলেন, টিলার মাটি দ্বারা জনসাধারণের চলাচলের একটি রাস্তা ভরাট করেছেন সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি। টিলা কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা সহ তাকে আগামী ১৫ দিনের মধ্যে কর্তনকৃত টিলা ভরাট করা ও টিলার মাটি দ্বারা ভরাটকৃত ও বেদখলকৃত রাস্তা পরিষ্কার করে চলাচলের উপযোগী করে দেয়ার জন্য আদেশ দেয়া হয়েছে।এছাড়াও আদেশ লঙ্ঘন করলে আমরা আইননুসারে ব্যবস্থা গ্রহণ করবো। টিলা কেটে যারা পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এশিয়াবিডি/কেকে/মেহেদি