কানাইঘাটে সন্ত্রাসী হামলায় বৃদ্ধা নিহত


সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের সীমান্তবর্তী লোহাজুরি এলাকায় রাতের আধারে হাত-পা ও মাথায় কুপিয়ে এক বৃদ্ধাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২ টায় ওই ইউপির মুসলিম পাড়া গ্রামের মাঝামাঝি স্থানে এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।

নিহত বৃদ্ধা সীমান্তবর্তী লোহাজুরি গ্রামের মৃত সুরুজ গাজির ছেলে নজরুল ইসলাম উরুফে নজু মিয়া (৫০)।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, রাত অনুমান ১২ টায় লোহাজুরি গ্রামের পাশের গ্রাম মুসলিম পাড়ার মাঝামাঝি একটি জায়গায় খালের পারে নজু মিয়ার রক্তাক্ত দেহ পড়তে দেখে পথযাত্রী লোকজন সুর-চিৎকার দিতে শুরু করে। এমন সময় চারিদিক থেকে লোকজন এসে নজু মিয়ার রক্তাক্ত শরীর উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে থানার এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় শনিবার দুপুর ২টা পর্যন্ত কানাইঘাট থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে এ ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ শামসুদ্দোহা পিপিএম সহ একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছেন বলে জানান তিনি।

এশিয়াবিডি/ আলীম/ এমকে

আরও সংবাদ