জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা গোলাম সরওয়ার সাঈদী আর নেই!

বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, তাত্ত্বিক মোফাসসিরে কোরআন, ইসলামী স্কলার, বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা আল্লামা গোলাম সরওয়ার সাঈদী (আড়াইবাড়ি হুজুর) আর নেই।
ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
মাওলানা গোলাম সরওয়ার সাঈদী আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় ইসলামীক বক্তা। বিশেষ করে অনলাইন প্লাটফর্মে তরুণ তরুণীরা তার ধর্মীয় বাণীর প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিল। কথার মাধুর্য দিয়ে বাংলাদেশের মুসলিম জনতার হৃদয় জয় করেছিলেন ।
মিষ্টভাষী, সদালাপী মাওলানা গোলাম সারোয়ার সাঈদী আজ শনিবার (২১ নভেম্বর) ভোর ৪.১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশের আলেম সমাজ সহ সর্বস্তরের মুসলিম উম্মাহ এর মাঝে শোকের ছায়া নেমে আসে। শনিবার বাদ আসর আড়াইবাড়ি দরবার শরীফে উনার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানাযায়।
এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন
