সম্পর্ক না ভালোবাসা ?

শুরুটা তুই থেকে। আপনি থেকে হলেও হয়ত আরো অনেকদিন পর্যন্ত গড়াতো আমাদের পথচলা।
তাও কম কিসে, আজ থেকে নিয়ে গত ৩ বছরের একটা খুনশুটি। এর থেকে ভালো সম্পর্ক হয়ত হয়না। ৮-১০ টা উদাহরন মিলবে না আমাদের সম্পর্কের মতো।
আমাদের মাঝে মাঝে সাঝেই ঝামেলা হতো, হতো মান অভিমান, অভিযোগ গুলো নিজেরাই শুধরে নিতাম।
হ্যা, সময় বদলাই, সময়ের সাথে কাজগুলো ও বদলাই।
কিন্তু আমাদের বদলে যাওয়ার মাঝে নতুন করে বারবার ফিরে পাওয়াটা অনেক আনন্দেে ছিল।মনে হতো এইমাত্র একটা রিলেশনশিপ শুরু হয়ছে মাত্র, ভালই লাগতো, অনুভুতিটাও নতুন করে শুরু হতো।
আমাদের মান অভিমানের তেমন বড় কারন না থাকলেও, আমরা একে অপরকে ছাড়া খুব বেশিক্ষণ থাকতে পারতাম না, খুব টান অনুভত হতো।
তাও মাঝে সাঝে কষ্টের অশ্রু বইত, ওর না হয় আমার।
আমাদের রুটিনে, হাসির অধ্যায়টাই বেশি ছিল। ভালো থাকাটাই কম করে হলেও বেশি ছিল।
আমি তার গল্পে নিজেকে হারাতাম, তাকে পাওয়ার পর দ্বিতৃয় কাউকে ভাবতে কখনো ইচ্ছেই হয়নি, এখনো হচ্ছে না।
আমি একটু হাসিখুশি থাকি সবসময়, অন্যদের ও হাসিখুশিতে রাখার চেষ্টা করি।ভিতরে অনেক ক্ষত থাকা স্বত্বেও বুঝতে দেইনা। তবু দিনশেষে যখন প্রিয় মানুষটার কাছে, শেয়ার করি, তখন ওর ও হয়ত খারাপ লাগে তবু, নিজেকে অনেকটাই হালকা মনে হয়।
প্রতিটা পরিবারে কোন না কোন সমস্যা থেকেই যায়, হয়ত আমার দিকটা আমাকে বেশিই আচ্ছন্ন করে রাখে।ওর এসব শুনতে শুনতে বিরক্তি চলে আসে মাঝে মাঝে তাও বলি। তবুও সবকিছু ঠিকটাক হয়ে যায়, হয়ে যাবে ইনশাআল্লাহ।
কখনো হারতে শিখিনি, বরং যেখানে ব্যার্থ হয়ছি, সেখান থেকে ভালো কিছুই অর্জন করেছি, অন্তত্য চেষ্টা টুকুন করেছি সবসময়।
আমি একদিন সফল হবো, এই স্বপ্নে বিভোর না থাকলেও, আমি প্রতিদিন সফলতা খুজি, ফলাফল ও অতটা খারাপ আসেনি।
যাই হোক, তবু মানুষটা এসব কিছুর পরেও আমাকে ছাড়তে চাওয়ার ইচ্ছেটুকুন কখনো সামনে আনেনি, বরং আরো বেশি করে আপন করে নিতেই চাইতো।
সম্পর্ক জিনিসটা অব্দুধ, এটা সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, এটা চলমান প্রক্রিয়া, নদীর স্রোতের মতো গতিপথ বদলাই, শেষমেষ বঙ্গোপসাগরে লবনাক্তায় পরিনত হয়, আবার কখনো মিটা পানি হয়েও থেকে যায়।
হঠাৎ করেই নদী ভাঙ্গন শুরু হয়ে যাওয়ার কারন খুঁজে পাওয়া যায়না অনেক সময়।ঠিক তেমনি হঠাৎ করে আমাদের মাঝেও একটা ভাঙ্গন শুরু হয়ছে। আর এই ভাঙ্গনের ক্ষত, পুড়াচ্ছে আমাকে, হয়ত আমাদের কেও।
আজকে বেশ কয়দিন আমাদের কথা হয়না, মনে হয় কয়েক হাজার যুগ কথা হচ্ছে না। যাও হচ্ছে অবহেলায় অষ্টপুষ্ট হয়ে, বিষাক্ত তীরের কণা ছুড়া হচ্ছে।
সম্পর্ক ভাঙ্গার কারন গুলো জোরালো হয়না, অভিমানের সময়টা কঠোর হয়, নিজেদের নিয়ন্ত্রণ করা যায়না, অভিমানে তাকে তুচ্ছ করা হয়, খারাপ হয়ে উটা হয়, খানিক সময়ের ব্যবধানেই।
আমাদের সম্পর্কটা ঠিকভাবে চলছে না, সম্পর্কটা আগের মত চলছে না।
তবে সম্পর্ক বদলে গেলেও আমাদের ভালবাসাটা কয়েক হাজার যুগ চলমান থাকবে, হয়তো থাকবে, খুব করে জীবন্ত থাকুক পৃথিবীর সকল ভালবাসা গুলো।
তুমার প্রতি অকৃত্রিম ভালোবাসা রইল প্রিয়ন্তী।
লেখকঃ শিক্ষার্থী, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

 
			