ঠাকুরগাঁওয়ে ইএসডিও পরিচালনায় শীতবস্র বিতরন
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভায় সাওতাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুসলীম এইড এর অর্থায়নে ইকো সোশ্যল ডেভলাপমেন্ট অর্গানাইজেশন (ই এসডিও) পরিচালনায় হাত ধোয়ার ডিভাইস ও শীতবস্র বিতরন করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর ) সকালে ৬ টি ইউনিয়নের উপকারভোগী ৪৭৮ টি পরিবারে মাঝে হাত ধোয়ার ডিভাইস ও শীতবস্র বিতরন করা হয়।
শাহ মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল আল- মামুন ।
এ সময় আরো ইউস্থিত ছিলেন মুসলিম এইড এর প্রধিনিধি শাহ্ মোঃ ওয়ালিউল্লাহ , রাজনৈতিক নেতৃবৃন্দ,ইএসডিও, মুসলীম এইড প্রকল্পের উন্নয়ন কর্মী সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিগন।
এশিয়াবিডি/কেকে/আরিফ