রাজনগরে শীতার্তদের মধ্যে বিএনপির শীতবস্ত্র বিতরন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রাজনগর উপজেলা বিএনপি।

রবিবার (১০ জানুয়ারী) দুপুরে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাও গ্রামে হাজারী বাড়িতে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্বাস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহ সভাপতি ফয়জুল করীম ময়ূন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, আব্দুল করিম ইমানী, ইউসুফ পাঠান, ৩নং মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়া, সাধারণ সম্পাদক আছকান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদু মিয়া, ইউপি সদস্য শহীদ মিয়া, হেলালুর রহমান লাল, রাজনগর উপজেলা ছাত্রদল নেতা জুনেল আহমদ, আব্দুস ছালাম, রাজিব আহমদ, শাহান আহমদ প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেত্রীবৃন্দ ও হাজারী বাড়ির মুরব্বীগণ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ