কানাইঘাটে ইউপি কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শন করেন কাজী এম এমদাদুল
কানাইঘাট উপজেলা ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউপির ভুমি অফিস ও প্রধানমন্ত্রীর আশ্র্যায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম,এমদাদুল ইসলাম।
বৃহস্পতিবার (২১জানুয়ারি)বিকাল ৪টায় কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউপির মন্তাজগঞ্জ বাজার সংলগ্ন দর্পনগর ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তরের জায়গা পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম,এমদাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী,কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, উপজেলা সহকারী কমিশনার ভুমি আবিদা সুলতানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, ৩নং দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হুসেন কাজল, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ ওহিদুল ইসলাম, লক্ষিপ্রসাদ পূর্ব ইউপি সদস্য মুজির উদ্দিন, কয়েস উদ্দিন, শামসুল ইসলাম, সামছুদ্দিন, দর্পনগন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সাহাব উদ্দিন প্রমুখ।
এর পূর্বে সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় নির্মিত বেশ কিছু ঘর পরিদর্শন করেন।
এছাড়া ও তিনি লক্ষিপ্রসাদ পূর্ব ইউপির বিভিন্ন পর্যায়ের লোকজনদের সাথে কথা বলেন।
এশিয়াবিডি/কামরান/আলিম