সৈকতে বেড়াতে এসে পার্কের পুকুরে ডুবে পর্যটকের মৃত্যু!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রূপসী কন্যা নামে খ্যাত পারকি সমুদ্র সৈকতে বেড়াতে এসে পানিতে ডুবে মোহাম্মদ মারুফ (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে পার্কীতে অবস্থিত লুসাই পার্কের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে বাস যোগে একটি পর্যটকের দল পারকিতে বেড়াতে আসে। সেখানে বন্ধুদের নিয়ে পারকি সৈকতের লুসাই পার্ক রিসোর্টের পুকুরে গোসল করতে নামেন মারুফ । সবাই উঠে আসলেও মারুফ নামে এক পর্যটককে না পেয়ে তল্লাশি চালানো হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত মারুফের বাবা হাসপাতালে এসে তাকে নিয়ে যান।

পারকি লুসাই পার্কের ম্যানেজার মোহাম্মদ সোহেল জানান, লুসাই পার্কের পুকুরে গোসল করতে নেমে একজন পর্যটকের খোঁজ না পেয়ে সবার সহযোগিতায় পুকুরে তল্লাশি চালিয়ে মারুফ নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এশিয়াবিডি/ জাহিদ/ এমকে

আরও সংবাদ