হেফাজতের হরতাল সফল করতে জামায়াতের আহবান
বিশেষ প্রতিনিধি:
সারাদেশে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের তাণ্ডলীলার বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আহুত ২৮ মার্চে রবিবারের হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৭ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, হাটহাজারীতে গুলি করে ৪ জনকে হত্যা এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৪জনকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আহুত দেশব্যাপী শান্তিপূর্ণ হরতালের প্রতি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নৈতিক সমর্থন জ্ঞাপন করছি।
শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি সফল করে তোলার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
এশিয়াবিডি/ ডেস্ক/ প্রেসবিজ্ঞপ্তি