মানবতার সেবায় ‘সেক্রিফাইস গ্রুপ পতনঊষার’

মানুষ মানুষের জন্য। মহামারি করোনা ভাইরাসের কারণে চাকরী হারিয়ে বেকার নানা শ্রেণী পেশার মানুষ। অসহায় হয়ে ঘরবন্দী নিম্ন আয়ের মানুষেরা। এই ক্রান্তিলগ্নে অসহায় হতদরিদ্র, কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। কিছুটা হলেও তাদের কষ্টকে মুছে দিতে সক্ষম হচ্ছে তারা।
ঠিক তেমনিভাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ‘সেক্রিফাইস গ্রুপ পতনঊষার’ নামের একটি সামাজিক সংগঠন মানবতার সেবায় কাজ করে আসছে দীর্ঘদিন যাবত। এবছরেও দরিদ্র, অসহায় ও কর্মহীনদের মাজে রমজানের ২য় দিন থেকে দৈনিক ২ থেকে ৫ টি করে পরিবারে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করছে তারা।
সাধারণ সম্পাদক আতিফ চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের উপদেষ্টা বৃন্দের উৎসাহ অনুপ্রেরণায় এবং দাতা সদস্য সহ সংগঠনের কার্যকরী কমিটি এবং শুভাকাঙ্ক্ষী সহ সকলের সহযোগিতায় ও পরিশ্রমের মাধ্যমেই আমরা মানুষের জন্য কাজ করে যেতে পারছি। এভাবে আমরা সবাই যদি অসহায়দের পাশে দাঁড়াই, তাহলে কেউ দুঃখে থাকবে না।
সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম শাকিল বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই সংঘটন অল্প দিনে পতনঊষার ইউনিয়ন সহ অনেক অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়াতে পেরেছি সেই জন্য মহান আল্লাহতালা’র শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ জানাই আমাদের সংঘটনের প্রত্যেক দাতা সদস্যবৃন্দদের এবং আশা করি বিগত দিনের মতো সবসময় উনারা আমাদের পাশে থাকবেন। সবার উদ্দেশ্য বলতে চাই, সামর্থ্য অনুযায়ী অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ান।

উল্লেখ্য যে বিগত দিনে তারা বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ঈদ বস্ত্র বিতরণ, কোরবানি দিয়ে গোশত বিতরণ, ত্রাণ বিতরণ, মসজিদে ফ্যান বিতরণ, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এবং মানুষ কে সংঘটনের সদস্যদের মাধ্যমে রক্তদান করা, শীত মৌসুমে প্রায় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মানুষের ঘরে ঘরে সাহরী ও ইফতার সামগ্রী পৌছে দেয়া।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান
