গণমাধ্যমের উপর ইসরায়েলের নগ্ন হামলা বিশ্বের জন্য অশনিসংকেত-সিএমএফ

ফিলিস্তিনের গাজায় অবস্থিত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা ও এপির অফিস ভবনে ১৫ মে শনিবার বোমা হামলা চালিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)’।

রবিবার (১৬ মে) সিএমএফ’র দপ্তর সম্পাদক মুবিন খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিএমএফ সভাপতি এমদাদুল হক ও সেক্রেটারি তানভীর আঞ্জুম আরিফ এক যৌথ বার্তায় এ প্রতিবাদ জানান।

তারা বলেন, ইজরায়েলী বাহিনী ফিলিস্তিনের উপর যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে সেগুলো গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাভারেজ করতে পারছেনা। সর্বশেষ ফিলিস্তিনের গাজায় অবস্থিত জালা টাওয়ারে আলজাজিরা ও এপির অফিস ভবনে বিমান হামলা করে বহুতল ভবনটি বিধ্বস্ত করে ফেলে ইসরায়েল। গণমাধ্যমের ওপর ইসরায়েলের এমন নগ্ন হামলা গোটা বিশ্বের জন্য অশনি সংকেত।

ইসরায়েলের এমন সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিএমএফ সভাপতি ও সেক্রেটারি বলেন, আমরা জাতিসংঘের কাছে অবিলম্বে উপযুক্ত বিচারের দাবী জানাচ্ছি এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলের সন্ত্রাসী হামলা বন্ধের দাবি করছি।

এশিয়াবিডি/কেকে/এমকে 
আরও সংবাদ