নাগরী কমিউনিটির উদ্যোগে মসজিদ ও উপাসনালয়ে করোনা সুরক্ষা বক্স প্রদান
গাজিপুরে নাগরী ইউনিয়ন এর প্রায় সকল মসজিদ ও উপাসনালয়ে ৫০ হাজার টাকা মুল্যের “করোনা সুরক্ষা বক্স উপহার” পৌছে দেয় নাগরী কমিউনিটি পরিবার। প্রতিটা বক্সে কয়েক মাস চলার মত সুরক্ষা সামগ্রী রয়েছে।
বুধবার (২৬ মে) সারাদিন শহরের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে এই সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, জুয়েল, দেলোয়ার, সাহারিন সোহাগ রাজিব, মোজাম্মেল হক মারুফ, রানা শেখ পাপ্পু, শাহিন, শিমুল, আসিফ।
সর্বাত্মক সহোযোগীতা ও পরিকল্পনা প্রণয়ন করেন নাগরী পরিবারের অন্যতম অভিভাবক ইঞ্জিনিয়ার সায়েম মৃধা। উপহার বক্স বিতরণে সার্বিক ভাবে সহোযোগীতা করেছেন গ্রুপের অন্যতম এডমিন সাহারিন সোহাগ রাজিব ও মোঃ আশরাফুল শেখ।
সহোযোগীতায় ছিলেন, নূর হোসেন অপু, ইয়াসির মামুন, রাজিব মোল্লাহ, মাসুদ রানা, ফারহান আহম্মেদ, মাহামুদুল হাসান সানি, মোঃ হাদিউল ইসলাম, আসাদুল সরকার, রাত্রী গমেজ , রোমিও, পরীনিতা পরী, মিঠুন বিশ্বাস, শুভ্রদেব, লরিন, পিয়াস, ভৌমিক অনন্ত, শায়লা, সোহেল রোজারিও, অনু, কেনেট, শিমুল, অনিক চক্রবর্তী, নাসিম, সোহান, তানভির প্রমুখ।
দায়িত্বশীলরা বলেন, এ কার্যক্রম এ যারা সহোযোগীতা করেছেন তাদের সবাইকে আমাদের নাগরী কমিউনিটি পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিশ্চয় আল্লাহতালা আমাদের সকলকে এই উত্তম কাজের উপযুক্ত প্রতিদান দিবেন।
এশিয়াবিডি/কেকে/শেখ