রাজনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা
মৌলভীবাজারের রাজনগরে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস আহমদ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সেভ দ্যা চিল্ড্রেনের সূচনা প্রকল্প টেকনিক্যাল ম্যানেজার (নিউট্রিশন) ফাতেমা কানিজ, উপজেলা নিউটিশন অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রজেক্ট অফিসার সাইকা উম্মাসি প্রমুখ।
সভায় জানানো হয়, উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুষ্টি ঘাটতি পূরণের জন্য এই প্রকল্প বাস্তবায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কাজ করছে। বাকি ৩টি ইউনিয়নে ইতোমধ্যে কাজ শেষ হয়েছে। যুক্তরাজ্য সরকারের ইউকেএইড ও ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে সেভ দ্যা চিল্ড্রেনের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে ওয়ার্ল্ড ফিস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইডিই-বাংলাদেশ। এছাড়া মা ও শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বতার হার কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সিএনআরএস।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান