রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা!

মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম।

শনিবার(১৯জুন) সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস রুমে রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময় সভা সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ উদ্দিন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ পত্রিকার রাজনগর প্রতিনিধি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক জালালাবাদের রাজনগর প্রতিনিধি শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের রাজনগর প্রতিনিধি মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেট মিররের রাজনগর প্রতিনিধি সৈয়দ ফুয়াদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের রাজনগর প্রতিনিধি আহমদউর রহমান ইমরান, সদস্য ও দৈনিক খবরপত্রের রাজনগর প্রতিনিধি সাইদুল ইসলাম, সহযোগী সদস্য ও এশিয়াবিডি২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক শেখ মোজাহিদুল ইসলাম, দৈনিক গনমুক্তির রাজনগর প্রতিনিধি আলীম আল মুনিম, দৈনিক মানবকন্ঠের রাজনগর প্রতিনিধি কামরান আহমদ প্রমূখ।

নবাগত ওসি মো. নজরুল ইসলাম সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এশিয়াবিডি/শেখ/কেকে
আরও সংবাদ