রাজনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরন বিতরন


মৌলভীবাজারের রাজনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় হুইল চেয়ার ১৫ টি, এলবো ক্রেচ ৪টি, স্মার্ট সাদা ছড়ি ৪টি, হেয়ারিং এইড ৭টি ও স্ট্যান্ডিং ফ্রেমসহ মোট ৪০ জনকে উপকরন দেয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধী সেবার কার্যালয়ে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তি চক্তবর্তী, সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, আওয়ামীলীগ নেতা ফরজান আহমদ প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, নকুল চন্দ্র দাস, শাহ শাহিদুজ্জামান ছালিক, নজমুল হক সেলিম, রাজনগর প্রেসক্লাবের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য আলীম আল মুনিম, কামরান আহমদ প্রমূখ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ