রাজনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ


মৌলভীবাজারের রাজনগরে ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত ২২ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর নির্মলা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সহধর্মীনি কবিতা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়। পরে করিমপুর নির্মলা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের শিক্ষার্থীরা সীমিত পরিসরে গান ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ