কমলগঞ্জে ব্যবসায়ী সমিতির সভাপতি খুন; এলাকায় উত্তেজনা!
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান (৪৫)কে দেশীয়অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তিনি কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার লকুস মিয়ার ছেলে।
রবিবার(৩১ অক্টোবর) কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর ১ টার দিকে চৈত্রঘাট বাজারে এ ঘটনাটি ঘটে। প্রাথমিভাবে ধারনা করা যাচ্ছে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রদিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠালে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করলে সন্ধ্যায় সে মারা যায়।
কমলগঞ্জ থানার (ওসি তদন্ত) সোহেল রানা বলেন, এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায় নি। তবে জড়িতদেরকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/কেকে