মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি অনুমোদন
মৌলভীবাজারের রাজনগরে আগামী এক(২০২২-২৩) বছরের জন্য মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সংগঠনের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ মামুন এর সাক্ষরিত প্যাডে সজিব পাল- কে সভাপতি ও মাহিন আহমেদ – কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এই কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়।
৪৫ সদস্য বিশিষ্ট এই কমিটির সিঃ সহ-সভাপতি সাদিফ রিসাত রাহেল, সহ-সভাপতি শাহ তানজিম আলী, আবুল কাশেম, সৈয়দা শাকেরা আক্তার, হুমায়ুন রশীদ, মান্না দাস, আজিম আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মিলন আহমেদ, সুয়েব আহমেদ, মিনাজ আলী, সায়েখ তালুকদার, সৈয়দ আশিক আলী, তাসনিম জান্নাত (ফাতেহা), মহিলা বিষয়ক সম্পাদক জেসি আক্তার, হালিমা জান্নাত, সাংগঠনিক সম্পাদক এস.কে সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান সুলতান, মারুফ ইসলাম, কামরান আহমেদ, শেখ নাঈম আহমেদ, অর্থ-সম্পাদক এস.ডি রিপন সূত্রধর, সহ-অর্থ সম্পাদক জায়েদ আহমেদ, জেবিন আক্তার প্রমুখ।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান