গবিন্দপুর ফুরক্বানিয়া জামে মসজিদ নির্মাণে ৫ লক্ষাধিক টাকার অনুদান
রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর ফুরক্বানিয়া জামে মসজিদ নির্মাণ কাজের জন্য ওসমানীনগর উপজেলার বাসিন্দা ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াহিদ মুরাদ ৫ লক্ষ ১৬ হাজার টাকার অনুদান দিয়েছেন।
শুক্রবার (২ডিসেম্বর) বাদ জুমআ মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলদের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও গবিন্দপুর ফুরক্বানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জালাল উদ্দিন, সোনাপুর উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও গবিন্দপুর ফুরক্বানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নিজাম উদ্দিন, মসজিদের মুতাওয়াল্লী চাঁন মিয়া, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেল, রাজনগর কাতার প্রবাসী কল্যাণ শ্রমিক সমিতির সাবেক সহ-সভাপতি আব্দুল রকিব, গবিন্দপুর ফুরক্বানিয়া মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফ উদ্দিন নোমান, মসজিদের ক্যাশিয়ার শেখ সামছুল ইসলাম প্রমূখ।