রাজনগরে এতিম শিশুদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে দুইটি এতিমখানার অসহায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। বুধবার (০৪ জানুয়ারি) সকালে উপজেলার হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদরাসা ও জামেয়া আনোয়ারুল কুরআন মাদরাসার এতিমখানায় শীতার্ত শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করে শাহাজালাল ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখা।
এসময় উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ডিরেক্টর তাহেরা ফারুকের প্রতিনিধি মো. মশাহিদ, ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক একে রেজা চৌধুরী, হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদরাসার সভাপতি মো. আব্দুর রশিদ খান, জামেয়া আনোয়ারুল কুরআন মাদরাসার সভাপতি মাহমুদ খান, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার ফাহাদুর রহমান প্রমুখ।
গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এই জেলায় প্রায়ই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে আবহাওয়া অধিদপ্তর। শীতে এতিম শিশু ও হতদরিদ্র জনগোষ্ঠীর কষ্টের কথা বিবেচনায় নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও কম্বল বিতরণের এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি বছর ব্যাংকের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয় বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।