ইয়াবাসহ শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের ভাই আটক
ইয়াবাসহ শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়ের ছোট ভাই চিনু লাল রায়কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন
তিনি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় ৩৪ পিছ ইয়াবাসহ শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই চিনু লাল রায় (৪৩) ও মোঃ শাফাল মিয়া (৩৮) নামে দুইজনকে আটক করেছে ডিবি। বৃহস্পতিবার রাত সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবির একটি টিম শ্রীমঙ্গল শহরের স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আসামি চিনু লাল রায়ের দেহ তল্লাশী করে তার পরনের নীল রঙের জিন্সের প্যান্টের পকেট থেকে ১৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। অপর আসামি শাফাল মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, দুজনের হেফাজত থেকে মোট ৩৪ পিছ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ২০০ টাকা।আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।