মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশনের ইফতার বিতরণ সম্পন্ন
মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন-এর পক্ষ থেকে ২৫০ জন রোজাদারকে ইফতার করানো হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) মুন্সিবাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাজে এই ইফতার বিতরণ করা হয়।
এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ আলী রাব্বি, আব্দুল মাহিন তালুকদার, সুমন আহমেদ, কামরুল ইসলাম, নিজাম উদ্দিন, সুমেল আহমেদ, আর.কে রুজেল সহ আরও অনেকে।
সংগঠননের সাধারণ সম্পাদক মাহিন আহমেদ বলেন, আমাদের এই কাজ অব্যহত থাকতে প্রতি রমজানে আশা করি আপনারা সবাই এভাবে আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।
সংগঠনের সিঃ সহ-সভাপতি সাদিফ রিসাত বলেন, আমরা শুধু রক্তদানে না, আমরা গত বন্যায় ও ৩০০ পরিবারকে আমাদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য উপহার দিয়েছি। আজও এরকম ২৫০ শত মানুষ’কে ইফতার করালাম, আমাদের সংগঠন সবসময় মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে।