তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার ইফতার বিতরণ
তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার উদ্যোগে নগরীতে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।
সিলেট পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদের পরিচালনায় সিলেট নগরীর বিভিন্ন স্থানে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি মো. আব্দুল মালিক, অফিস সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল এহসান জাবির প্রমুখ।