গুমের প্রতিবাদে যুক্তরাজ্যে সমাবেশ করায় হুমকি

গুমের শিকার মানুষদের তাদের পরিবারের মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং গুম প্রতিরোধে মানুষকে সচেতন করতে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম দিবস পালনের জন্যে গত বুধবার সকালে মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মো. রায়হান উদ্দিন এর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মো.আমিনুল ইসলাম সফর এর পরিচালনায় যুক্তরাজ্যস্থ আলতাফ আলী পার্কে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

এতে স্বাগত বক্তব্য রাখেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, ১৫ বছরের বেশি সময় বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন মানুষকে গুম করেছে। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আযমী, ব্যারিস্টার আরমানসহ অনেক ভিন্নমতের লোকদের রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গুম করেছে। ইতোমধ্যেই গুমের শিকার একাধিক ব্যক্তি জীবন নিয়ে ফিরে আসার অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
প্রস্তুতি সভা শেষে র‌্যালির মাধ্যমে বৃটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ-সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান রাকিব, সিরাজুম মুনির, মোঃ ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, আশরাফুল আলম, অনলাইন বিষয়ক সম্পাদক মো: পারভেজ মিয়া সুজা, সহ-আইন বিষয়ক সম্পাদিকা নাদিয়া ফাতেমা, সহকারী অফিস সম্পাদক তোফায়েল আহমদ, সোস্যাল মিডিয়া সম্পাদক জবলু আলম বিপুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মেহেদী হাসান ফাহিম, মাহফুজুর রহমান ও ইরফানুল হক রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আলতাফ আলী পার্ক থেকে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের নেতাকর্মীরা যাওয়ার পরই যুক্তরাজ্য হিউম্যান রাইটস ঐক্যজোট এর ব্যানারে আওয়ামীলীগের নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি পালন করেন। বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণকারীদের দেশদ্রোহী উল্লেখ করে আওয়ামীলীগ নেতারা বলেন, তারা যুক্তরাজ্যে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশকে ধ্বংস করর চক্রান্ত করছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালিন সময়ে অনেকেই দুর্নীতি করে টাকা বানিয়ে এখন লন্ডনে আত্মগোপনে আছেন। এখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছেন। বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের অনেক নেতাকর্মীরা দেশে জ্বালাও পুড়াও করে দেশে অস্তিতিশীল পরিবেশ তৈরি করে লন্ডনে পাড়ি জমিয়েছেন। এদেরকে দেশে ফেরৎ নিয়ে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

এশিয়াবিডি/ডেস্ক

আরও সংবাদ