মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ ছয় বছর পর আজ ২২ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগ এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি প্যাডে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সংগঠনের গতিশীলতার লক্ষ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ। সেজন্য পদ প্রত্যাশীরা আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে সিভি জমা দেয়ার নির্দেশ প্রদান করে তারা।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ এপ্রিল আমিরুল হোসেন চৌধুরীকে সভাপতি ও মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্মেলন শেষে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ।
কামরান/মুবিন খান