গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ
গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে মঙ্গলবার রাত ২টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুলাই) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জীমের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে জেলা বিএনপির সদস্য ও জিমের ছোট ভাই খন্দকার আলামিন জানান, তার বড় ভাই জাকারিয়া জিমকে কোনো মামলা ছাড়াই পুলিশ শহরের ফকিরপাড়া মোড় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, কোন মামলা নয়, মূলত চলমান সাধারণ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন দমানোর অংশ হিসেবে জেলা ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।