রাজনগরে জালালাবাদ অ্যাসোসিয়েশন’র ত্রাণ বিতরণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে রাজনগর সদর, বাজুয়া, মুনসুরনগর, মহাসহস্র সহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়।
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র নির্বাহী কমিটির সদস্য রো: তাহমিনা আহাদ রুজির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার লাইফ মেম্বার এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, লাইফ মেম্বার তাসফিয়া মুমু, ফাহিমা আহাদ কুমকুম, জাহারা বেগম, রাজনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আলী হোসেন, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেল, সমাজ সেবক আব্দুল কায়ুম, চিকিৎসক সিপি শাহ ছাব্বির আলী, মো: সালাউদ্দিন, জহির উদ্দিন চৌধুরী, রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, শিক্ষক শাহ আহছান হাবিব, রিবান বকস, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, এ.কে মোহিতুর রহমান খান।