মুন্সিবাজার তরুণ সমাজের উদ্যোগে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ২টি মাদ্রাসার মধ্যে মুন্সিবাজার তরুণ সমাজের উদ্যোগে নগদ অর্থ সহ ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৬ সেপ্টেম্বর) রাজনগর সরকারি কলেজ প্রাঙ্গণে এই ঢেউটিন বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।
ফজলে রাব্বি খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল শিপু ও মুন্সিবাজার তরুন সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ নাহিদ হাসান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা তুজ জুহরা, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক, ফ্রান্স প্রবাসী ও ব্যবসায়ী মোসলেহ উদ্দিন আখন্দ, সমাজ সেবক জায়েদ খান।
এছাড়াও মুন্সিবাজার তরুণ সমাজের সকল দায়িত্বশীল কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ৪ লক্ষ টাকার প্রজেক্টে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার ও মাদ্রাসার মধ্যে নগদ অর্থ সহ ঢেউটিন বিতরণ করা হয়।