মৌলভীবাজারে বাঁধন’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
বাঁধন মৌলভীবাজার বাজার সরকারি কলেজ ইউনিটের আয়োজনে দুইদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির প্রথম এবং দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার ও সোমবার (৮ ও ৯ সেপ্টেম্বর) অত্র কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের সামনে এই কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচি উদ্বোধন করেন, মৌলভীবাজার সরকারি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, সাবেক অধ্যক্ষ ফজলুল আলী ও বিষ্ণুপদ রায় চৌধুরী, সম্পাদক শিক্ষক পরিষদ।
উক্ত কর্মসূচি বাঁধন কর্মীদের মাধ্যমে পরিচালনা করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে ১৯৪ এবং দ্বিতীয় দিনে ১৯০ জন সর্বমোট ৩৮৪ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উল্লেখ্য, বাঁধন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অঞ্চল, দল, মত ধর্ম ও বর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ অরাজনৈতিক, অসম্প্রদায়িক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।