ড্যাফোডিল’র গেইম ডেভেলপমেন্ট ল্যাবের সাথে সাইবার সেফটি ফার্স্ট

ভ্যালোরান্ট ই-স্পোর্টস ইভেন্টে ড্যাফোডিল এর গেইম ডেভেলপমেন্ট ল্যাবের আয়োজনে এলোরেন্ট টুর্নামেন্টের সাইবার নিরাপত্তায় সাথে থাকবে সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ।

আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর আয়োজিত হবে এই এই টূর্ণামেন্ট।

এবিষয়ে জানতে চাইলে সাইবার সেফটি ফার্স্ট এর প্রতিষ্ঠাতা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর কেবি খান বিজয় বলেন, সাইবার সেফটি ফার্স্ট বিডি অত্যন্ত গর্বিত যে আমরা এইবার AR/VR & Game Development Lab – DIU এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ভ্যালোরান্ট ই-স্পোর্টস ইভেন্টে সহযোগী পার্টনার হিসেবে যুক্ত হতে পেরেছি।

তিনি আরো বলেন, এই ইভেন্টে আমরা কেবল খেলোয়াড়দের পারফরমেন্সকে উৎসাহিত করছি না, বরং তাদের অনলাইনে নিরাপদ থাকার দায়িত্বও নিতে আহ্বান জানাচ্ছি। সাইবার হামলা, তথ্যের সুরক্ষা এবং অনলাইন হ্যারাসমেন্ট প্রতিরোধে সচেতনতা বাড়ানো আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, এই ই-স্পোর্টস কমিউনিটিতে সবাই যেন নির্ভয়ে এবং আনন্দের সাথে অংশ নিতে পারে, জয় হোক বা হার – সবার জন্য নিরাপদ গেমিং নিশ্চিত হোক। আসুন, গেমিং এর মজা উপভোগ করি, কিন্তু সুরক্ষাকে ভুলে না যাই। সাইবার সেফটি ফার্স্ট’র সাথে থাকুন, গেমিং দুনিয়ায় নিরাপদে এগিয়ে যান!

আরও সংবাদ