রাজনগরে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারের রাজনগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দিনব্যাপি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য, সাবেক জেলা আমীর মু. আব্দুল মান্নান।
উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহ উল হাসানের সঞ্চালনায়- আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা মু. আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মু. ইয়ামির আলী।
পবিত্র কালামে পাক থেকে দারস পেশ করেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হারুনুর রশিদ তালুকদার।
সভায় শিক্ষা শিবিরে উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
এশিয়াবিডি২৪/মোজা/২৪