মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারে মঈন উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মছ্লেহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক নাজিম উদ্দীন ও নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) বুলবুল আহমদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজ উদ্দিন, পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন চৌধুরী, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জলিল উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম, ফরহাদ উদ্দিন চৌধুরী বিপ্লব, সৈয়দ ইফতেখার হোসেন, খায়রুল হক চৌধুরী, বিএনপি নেতা মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, শিক্ষক মোহাম্মদ আজাদ, রহিম বেগ ও আব্দুল মুমিন চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার নিজাম আহমেদ চৌধুরী।

এসময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও ডায়েরী তোলে দেন।

আরও সংবাদ