মুক্তি পেয়েছে কামরান হোসাইনের কন্ঠে ‘আল আরাবি’ নাশিদ
বৃহত্তর সিলেটের জনপ্রিয় ইসলামিক নাশিদ শিল্পী কামরান হোসাইনের কন্ঠে ‘আল আরাবি‘ নাশিদটি রিসালাহ টিউন ইউটিউব চ্যানেলসহ অন্যান্য প্লাটফর্মে মুক্তি পেয়েছে। নাশিদটি সোমবার (২৪ মার্চ) মুক্তি পাওয়ার পর থেকে ফেইসবুক রিলস, টিকটক সহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পরেছে।
মুসলাহ এর প্রযোজনায় কবি ও সাংবাদিক সালাহউদ্দীন ইবনে শিহাবের কথা ও রিসালাহর নাশিদ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রধান বিশিষ্ট গীতিকার, সুরকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল এর সুরে নাশিদটির ভিডিও পরিচালনা করেছেন ইমরান হাসান। স্টুডিও ভয়েজ জোন এ রেকর্ড করা নাশিদটির সাউন্ড ডিজাইন করেছেন আব্দুল ওয়াদুদ ময়নুল। সার্বিক পরিচালনায় ছিলেন শামসুল হাসনাত।
সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান নীলাদ্রি লেক, শিমুল বাগান, নাইট ইভেন্ট দেওয়ানের নবাব বাড়ি রাজনগর সহ বিভিন্ন লোকেশনে প্রায় তিন দিন যাবত এই নাশিদটির সুটিং করা হয়।
গানটির সম্পর্কে জানতে চাইলে রিসালাহর অফিস পরিচালক শিল্পী কামরান হোসাইন বলেন, নাশিদটির পিছনে অনেক পরিশ্রম হয়েছে। আমি দীর্ঘদিন যাবত কাজ থেকে দূরে ছিলাম। এখন থেকে ধারাবাহিক ভাবে আমি কাজ করে যাবো। আমি সংগীতটির জন্য পরিশ্রম করেছি শুধুমাত্র দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য।