অল্প বৃষ্টিতেই মুন্সিবাজারে জলাবদ্ধতা: ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে ভোগান্তি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে রাস্তায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে। স্থানীয়দের অভিযোগ, এ বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় পানি।
সামান্য বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে যায়। এদিকে ভারী বর্ষণে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
বাজারে গিয়ে দেখা যায়, রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচলে ভোগান্তিতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চালক।পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই । সড়কে বৃষ্টির পানি জমে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষও।
স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই রাস্তাগুলোতে পানি আর কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়কগুলোর এমন অবস্থার কারণে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষই প্রবেশ করতে চান না বাজারে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা করা হলে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীরা এ ভোগান্তি থেকে মুক্তি পাবেন।
মুন্সিবাজারের স্থানীয় ব্যবসায়ী কামরান হোসাইন বলেন, ‘অল্প বৃষ্টি হলেই এ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কর্দমাক্ত হয়ে যায়। মানুষ তো দূরের কথা, এ সময় যানবাহনও চলাচল করতে পারে না। ফলে ভোগান্তিতে পড়তে হয় বাজারে আসা ক্রেতাদের। অনেকে আবার রাস্তার কারণে বাজারে আসেন না। তখন বেচাকেনা কমে গিয়ে ব্যবসায়ীদের লোকসান হয়। আমরা চাই বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হোক।’
মোটরসাইকেল চালক রাজু বলেন, পানির মধ্য দিয়ে মোটরসাইকেল চলানোর সময় রাস্তার অবস্থা বোঝা যায় না,ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বাজারে ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ করলে জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পেতাম। আমাদের চাওয়া বাজারে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করে জনসাধারণের দুর্ভোগ কমানোর।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি রাহেল হোসেন বলেন, অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। কয়েক বছর ধরে আমাদের এই সমস্যায় ভুগতে হচ্ছে। এতে করে জনসাধারণ, বাজার ব্যবসায়ী, বাজারে আসা ক্রেতা ও পথচারীরা বিপাকে পড়ছেন। ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ না থাকায় বাজার কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছেন।
রাহেল হোসেন আরও বলেন, ড্রেনেজ উন্নয়নের ক্ষেত্রে বাজার মহাল বিক্রির টাকা প্রকল্প আকারে বাজারের সার্বিক উন্নয়নে ব্যয় হয়,কিন্তু বিগত ৩বছর যাবৎ কোনো প্রকল্প উপজেলা পরিষদ থেকে আসছে না,ফলে বেড়েছে ব্যবসায়ী ও জনসাধারণের ভোগান্তি। বিষয়টি আমরা প্রশাসনকে গত সাপ্তাহে জানিয়েছি। আশা করি তারা শিগগিরই এ সমস্যা সমাধান করবে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা এশিয়া বিডি ২৪ কে বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটা দুঃখজনক। এতে ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে।বাজারের সার্বিক উন্নয়নের জন্য চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। ইউনিয়ন পরিষদ থেকে যদি প্রকল্পের আবেদন করা হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ড্রেনেজ তৈরির উদ্যোগ নেওয়া হবে। আশা করি জনসাধারণ দ্রুত এ সমস্যার প্রতিকার পাবে।