“আল ইসলাহ দ্বিতীয় দফায় দুই প্রার্থীকে সমর্থন, নির্বাচনী মঞ্চে উত্তেজনা”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও দুই আসনে প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ।এর আগে প্রথম ধাপে তিনজন প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছিল—সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি, মৌলভীবাজার-১ আসনে মাওলানা মুফতি বেলাল আহমদ এবং মৌলভীবাজার- ২ আসনে মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ।

সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় দফায় এবার সমর্থন পেয়েছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে মাওলানা আনোয়ার হোসেন সালেহী এবং মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর–রাজনগর) আসনে মাওলানা আলাউর রহমান টিপু।

“আল ইসলাহ দ্বিতীয় দফায় দুই প্রার্থীকে সমর্থন, নির্বাচনী মঞ্চে উত্তেজনা”

হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন সালেহী বাহুবল উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান। স্থানীয় রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে তাকে সমর্থন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা। ধর্মীয় শিক্ষা, মাদরাসা উন্নয়ন ও মানবিক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি করেছে।

অন্যদিকে মৌলভীবাজার-৩ আসনে সমর্থন পেয়েছেন মাওলানা আলাউর রহমান টিপু। তিনি মৌলভীবাজার সদর উপজেলার দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান। স্থানীয় শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও জনসেবায় তার দীর্ঘ সম্পৃক্ততা বিবেচনায় এনে তাকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছে আল ইসলাহ। জেলার সামাজিক-ধর্মীয় অঙ্গনে তার গ্রহণযোগ্যতাও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

আল ইসলাহর কেন্দ্রীয় নেতারা জানান, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শান্তি এবং পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিশীল যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়ার নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে, সংগঠনের এই সমর্থন সংশ্লিষ্ট দুই আসনের নির্বাচনী মাঠে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে—বিশেষ করে ধর্মপ্রাণ ভোটারদের মাঝে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধাপে নতুন দুই প্রার্থী নির্বাচনী অঙ্গনের নজর কেড়েছে এবং দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা এখন চরম তীব্র। সাধারণ মানুষের পাশাপাশিধর্মভিত্তিক ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কয়েক ধাপ এগিয়ে নিয়েছে।

আরও সংবাদ