কবিতাঃ ‘স্বপ্নরা বিপন্ন’
স্বপ্নরা বিপন্ন
মোঃ তোফায়েল হোসেন
থমকে যাওয়া প্রহর ধমকে ওঠে পড়ন্ত বজ্রের সাথে
দূরন্ত আবেগে ছুটেছে সবেগে উন্মুক্ত হৃদয়- রাজপথে।
বেদনার বালুচরে একাকী
নিঃসঙ্গতার কবিতা লিখি!
বিবর্ণ শূন্য এক হাত সুবর্ণ অন্য হাতে রাখি
শোকে মাতোয়ারা…
