“বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ” সিলেট জেলার সভা অনুষ্ঠিত

“বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ” এর অন্তর্ভুক্ত সিলেট জেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট মহানগরস্থ কায়েস্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সাধারণ সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্তের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি মোঃ শহীদুজ্জামান।

সিদ্ধান্তসমূহঃ ১। “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ” এর কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে ২১সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। ২। আগামী ০৫/১০/২০১৯খ্রিঃ তারিখের মধ্যে প্রত্যেক উপজেলায় “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ” এর অন্তর্ভুক্ত সংগঠনের সমন্বয়ে ২১(প্রশি ৭জন+সশি ১৪জন) সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে জেলায় প্রেরণ করতে হবে। ৩। কেন্দ্র ঘোষিত কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ” এর প্রত্যেক উপজেলা কমিটির সমন্বয়ে আগামী ১৩/১০/২০১৯খ্রিঃ রবিবার জেলায় প্রস্তুতি সভা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এর সিলেট জেলা কমিটির সদস্যদের তালিকা নিম্নরূপ

১। মোঃ শহীদুজ্জামান, প্রশি, ফেঞ্চুগঞ্জ ২। প্রতাপ চক্রবর্তী, প্রশি, বালাগঞ্জ(জেলা প্রতিনিধি) ৩। সালেহ আহমদ, প্রশি, গোলাপগঞ্জ ৪। খালেদ জাফরী, প্রশি, বিয়ানীবাজার ৫। মোঃ মনিরুজ্জামান, প্রশি, জৈন্তাপুর ৬। সিরাজুল ইসলাম, প্রশি, বিশ্বনাথ ৭। আহমদ আলী, প্রশি, গোয়াইনঘাট ৮। প্রমথেশ দত্ত, সশি, বালাগঞ্জ(জেলা প্রতিনিধি) ৯। মোঃ আব্দুল মালেক, সশি, মহানগর ১০। বুরহান উদ্দিন, সশি, জৈন্তাপুর ১১। বাবুল কান্তি দাস, সশি, বিশ্বনাথ ১২। সাইফুল আলম রাজ্জাক, সশি, ফেঞ্চুগঞ্জ ১৩। মোঃ জিয়াউর রহমান, সশি, গোয়াইনঘাট ১৪। এসএম হাসিনা, সশি, সদর ১৫। মিটন চন্দ্র দাস, সশি, দক্ষিণ সুরমা ১৬। মাহবুবুর রহমান সিবলু, সশি, গোলাপগঞ্জ ১৭। অজয় দেব, সশি, ওসমানীনগর ১৮। কবির উদ্দিন, সশি, কানাইঘাট ১৯। মোঃ নুরুল হক শামীম, সশি, বিয়ানীবাজার ২০। বিপুল রঞ্জন সরকার, সশি, কোম্পানীগঞ্জ ২১। মোঃ আব্দুল হালিম, সশি, জকিগঞ্জ

আরও সংবাদ