হোম কোয়ারেন্টাইনে তাহসান সৃজিত

দু’জন দুই ভুবনের তারকা। এক দেশের বাসিন্দাও নন। অথচ দু’জনের মধ্যে রয়েছে আশ্চর্য এক মিল। ভাগ্যলিখনে দু’জনের নামের সঙ্গে জাড়িয়ে আছে একই নারীর নাম। করোনা-কারণে ভক্তদের মুখে সম্প্রতি পুনরায় দু’জনের নাম একসঙ্গে উচ্চারিত হচ্ছে।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। প্রাদুর্ভাব এড়াতে বিশ্বব্যাপী এখন প্রয়োজন গণসচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, হোম কোয়ারেন্টাইনে থাকতে। শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন গত ১৭ মার্চ। এ প্রসঙ্গে তিনি ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘প্রিয় প্রযোজক, পরিচালক এবং কনসার্টের আয়োজক— আমি আমার সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে সামাজিক বিচ্ছিন্নকরণ সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ। আশা করছি, বিষয়টি আপনারাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ।’

এরপর থেকেই বাসায় স্বেচ্ছাবন্দি রয়েছেন এ তারকা। শুধু তাই নয়, গত ১৮ মার্চ তাহসানের একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরিচালককে সাফ জানিয়ে দিয়েছেন— ‘এখন কাজের সময় নয়, নিজেদের বাঁচানোর সময়।’

এদিকে আজ বৃহস্পতিবার সকালে জোহানেসবার্গ থেকে কলকাতা ফিরেছেন টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি। দেশে ফিরেই তিনি হোম কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। জোহানেসবার্গে করোনার প্রকোপ না থাকলেও সতর্কতার কারণেই এমন সিদ্ধান্তের কথা জানিয়ে টুইট করেছেন— ‘একদিন আগেই দেশে ফিরতে হয়েছে। আমাদের দক্ষিণ আফ্রিকা এবং কলকাতা টিমকে ধন্যবাদ। তাদের কারণেই শুটিং শেষ করতে পেরেছি। এখন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকব। কারণ ভারতের পক্ষে এ এক দুঃসহ সময়। আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করব কিছু দিনের জন্য আলাদা থেকে।’

বেশ বোঝা যাচ্ছে সতর্ক থাকতেই তাহসান এবং সৃজিত মুখার্জি হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সচেতন মানুষের এমন সতর্কতাই কাম্য। যদিও করোনা-ঠেকাতে মিথিলা কি ব্যবস্থা নিয়েছেন এখনো তা জানা যায়নি।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ