আজমিরীগঞ্জে অসহায়দের পাশে ডাঃ লোকমান মিয়ার ত্রান বিতরন অব্যাহত

 

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালে গ্রামের অসহায় কর্মহীন দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছেন গরীবের ডাঃ নামে পরিচিত ডাঃ লোকমান মিয়া ৷ দুর্যোগকালের শুরু থেকে নিজের অর্থায়নে বিলিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায় ত্রান৷ এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ মার্চ) আজমিরীগঞ্জ সদর পৌরসভার রাম কৃষ্ঞ মিশন মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে জগতপুর,সমীপুর,কুমারহাটী,পুকুড় পাড়,গঞ্জারহাটী,আদর্শ নগর,জয়নগর,নয়ানগর এর প্রায় ২৫০শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ, সহ খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন । এ নিয়ে তিনি মোট ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করলেন ৷

ত্রাণ বিতরণ কালে উপস্হিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন তরফদার,চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ,এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী,আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক ,জাতীয় দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি এনামুল হক মিলাদ সহ এলাকার মুরব্বী ও গন্যমান্য ব্যক্তি বর্গ ৷

এসময় ডাঃ লোকমান বলেন দেশের এই ক্রান্তি লগ্নে প্রতিটি সচ্ছল নাগরিকের নৈতিক দায়িত্ব হলো সরকারের পাশাপাশি নিজেদের অসহায় মানুষের পাশে দাড়ানো ৷
আমার সাধ্য মতো আমি অসহায় মানুষ সাহায্য করছি ,আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে ৷

এশিয়াবিডি/মিলাদ/কামরান 

আরও সংবাদ